অবতক খবর,১৮ জুলাই: বৃহস্পতিবার ময়নাগুড়ি জল্পেশ মন্দির পরিদর্শন করলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী।এদিন মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন মহকুমা শাসক।
শ্রাবণী মেলা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই মন্দিরে। এই কারণে কোনরকম প্রশাসনিক কিংবা নিরাপত্তা জনিত ত্রুটি রাখতে চাইছেন না।স্বয়ংক্রিয় গেটের মাধ্যমে একসাথে ৫০ জনের বেশি মন্দিরের গর্ব গৃহে প্রবেশ করতে পারবে না। সেই সাথে চ্যানেলের মাধ্যমে শিবলিঙ্গে জল ঢালার ব্যবস্থা থাকছে।
যে কোন রকম অপ্রীতিকর ঘটনা রুখতে দমকল পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি জল্পেশ পুকুর এবং তিস্তা নদীতে ৫০ জন করে সিভিল ডিফেন্সের কর্মীকে মোতায়ন করা হয়েছে। মন্দিরের ভেতরে যাতে কেউ পিছলে পড়ে না যায় সেই কারণে কার্পেট বিছিয়ে দেওয়া হচ্ছে। মহকুমা শাসক জানান শ্রাবণী মেলা উপলক্ষে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।