অবতক খবর,১১ এপ্রিল,বালুরঘাট: খোদ বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহের বিরাট প্রচার সভার পর বৃহষ্পতিবার নির্বাচনি প্রচারে বেরিয়ে খোশমেজাজে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরে প্রচারে বেরিয়ে গ্রামের বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেললেন তিনি।
গতকাল সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচারে এসে অমিত শা বলেছিলেন, ‘সভায় এত লোক দেখেই বোঝা যাচ্ছে বিজেপি জিতে গিয়েছে।‘ অমিত শা’র প্রশংসা পাওয়া পরও থেমে থাকেন নি। এদিন সকাল সকাল বেরিয়ে পরেছেন প্রচারে। ঘণ্টার পর ঘণ্টা হেঁটে প্রচার করছেন তিনি। গ্রামের মহিলাদের সকলকেই আমন্ত্রণ জানিয়েছেন ১৬ এপ্রিল প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত হওয়ার জন্য।
বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, ‘ছোটদের সঙ্গে ক্রিকেট খেলে ছোটবেলার স্মৃতি ফিরে এল। ক্রিকেটের ময়দান হোক বা রাজনীতির ময়দান ব্যাটসম্যান ভালো হলেই জয় নিশ্চিত।‘