অবতক খবর,মালদা:সানু ইসলাম: শুরু হয়ে গিয়েছে পূজোর কাউনডাউন। এরই মাঝে বেশ কয়েক দিন ধরে শুরু হয়া অসুর রুপি হাল্কা ও মাঝারি বৃষ্টিতে চরম সমস্যার মুখে পড়েছে মালদহের পাকুয়াহাটের মৃৎ শিল্পীরা। সূর্যের মুখ না দেখার ফলে প্রতিমার মাটির প্রলেপ শুকাচ্ছে না। আর তাতেই গভীর চিন্তার ভাঁজ পরেছে মৃৎ শিল্পীদের কপালে।

মৃৎ শিল্পী নিখিল পাল আক্ষেপের সুরে বলেন চতুর দিকে ভারি বৃষ্টির ফলে এক তো মাটি নিয়েও সমস্যায় পড়েছি। মাটি থেকে শুরু করে প্রতিমা তৈরীর সরঞ্জাম সবকিছুর দাম অন্য বারের তুলনায় এবার দ্বিগুণ। কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টির জেরে সুর্যের দেখা নেই। প্রতীমার গায়ে মাটির প্রলেপ শুকাচ্ছে না। তাই হাতে আর বেশি দিন সময় নেই প্রতিমার গায়ে রঙের প্রলেপ দিতে পারছি না। প্রতিমা তৈরীর কাঁচ আদৌ সময় মত হবে কিনা তাই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন মৃৎশিল্পীরা এখন পরিবারের সকলে নাওয়া খাওয়া ছেড়ে দিবা রাত্রি অক্লান্ত পরিশ্রম করে ক্লাব গুলোর বরাত নেওয়া প্রতিমার কাজ করে চলতে হচ্ছে।সূর্যের দেখা না পেয়ে বাধ্য হয়ে বার্নার দিয়ে প্রতিমার মাটির প্রলেপ শুকাতে হচ্ছে। কিন্তু এখন পূজা উদ্যোক্তাদের হাতে সময় মতো প্রতিমা তুলে দিতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছেন প্রতিমা শিল্পীরা।