অবতক খবর,৬ জানুয়ারি: তিন দিন ধরে আবাসনের ঘরে বৃদ্ধ স্বামীর পচাগলা মৃতদেহ আগলে বসে মানসিক ভারসাম্যহীন স্ত্রী, উত্তর ২৪ পরগনা জেলার জেলা সদর বারাসাতের টাকি রোডের পঞ্চতন্ত্র হাউসিং কমপ্লেক্সের ঘটনা। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ।তারপর ঘরের থেকে উদ্ধার করা হয় বৃদ্ধের পচা গলা মৃতদেহ। মৃত বৃদ্ধের নাম সুনীল চক্রবর্তী (৭৩)। আবাসনের একটি ফ্ল্যাটে তার স্ত্রীকে নিয়ে তিনি একাই থাকতেন।২০২০ সালে তাদের একমাত্র পুত্রের মৃত্যুর পরেই থেকেই স্বামী-স্ত্রী দুজনেই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন।
বিগত কয়েকদিন ধরেই সুনীল চক্রবর্তী সহ তার স্ত্রীকে দেখা যাচ্ছিল না আবাসনের বাইরে। রবিবার দুপুরে তাদের ঘর থেকে আজ দুর্গন্ধ বেরোতেই তাদের প্রতিবেশীরা বারাসাত থানায় খবর দেয়। পুলিশ এসে সেখান থেকে বৃদ্ধের পচা গলা দেহ সহ তার স্ত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে বারাসাত থানার পুলিশ ওই মৃত দেহটিকে বারাসাত মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠায়। প্রতিবেশীরা জানিয়েছে এই বৃদ্ধ বৃদ্ধার নিকট কোন আত্মীয়-স্বজন নেই। আপাতত বৃদ্ধাকে বারাসাতের কোন বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ প্রশাসন।