অবতক খবর,১২ ফেব্রুয়ারি: সমাজে মানুষ ক্রমশই স্বার্থপর হয়ে উঠেছে।এক অনন্য নজির সৃষ্টি করল ৩১ বছর বয়সে জন্মবার্ষকী পুর্তি উপলক্ষে সোমবার গরীফার রামকমল সেন রোডের অঘোরীবাবা বৃদ্ধাশ্রমে অসহায় অবস্থায় থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে দাঁড়িয়ে দুপুরে আহারের ব্যবস্থা করলেন নৈহাটি গ্রামীন ৩ মন্ডল বিজেপির যুব সভাপতি শুভঙ্কর দে ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রূপক মিত্র ,নৈহাটি মন্ডল গ্রামীণ ৩ বিজেপির সভাপতি সুকুমার দাস,নৈহাটি মন্ডল দুই বিজেপির সভাপতি শংকর নাথ ছাড়া অন্যান্য নেতৃবৃন্দ । সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক রূপক মিত্র জানান যে সকল সুপুত্ররা তাদের মা-বাবাকে দেখেনা তাদের পাশে দাঁড়াতে নিজের জন্মদিনসমাজে মানুষ ক্রমশই স্বার্থপর হয়ে উঠেছে।এক অনন্য নজির সৃষ্টি করল ৩১ বছর বয়সে জন্মবার্ষকী পুর্তি উপলক্ষে সোমবার গরীফার রামকমল সেন রোডের অঘোরীবাবা বৃদ্ধাশ্রমে অসহায় অবস্থায় থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে দাঁড়িয়ে দুপুরে আহারের ব্যবস্থা করলেন নৈহাটি গ্রামীন ৩ মন্ডল বিজেপির যুব সভাপতি শুভঙ্কর দে ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রূপক মিত্র ,নৈহাটি মন্ডল গ্রামীণ ৩ বিজেপির সভাপতি সুকুমার দাস,নৈহাটি মন্ডল দুই বিজেপির সভাপতি শংকর নাথ ছাড়া অন্যান্য নেতৃবৃন্দ । সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক রূপক মিত্র জানান যে সকল সুপুত্ররা তাদের মা-বাবাকে দেখেনা তাদের পাশে দাঁড়াতে নিজের জন্মদিনবাড়িতে সাড়ম্বরে পালিত না করে পাশে দাঁড়ানোর বার্তা দিলেন শুভঙ্কর ।

বাড়িতে সাড়ম্বরে পালিত না করে পাশে দাঁড়ানোর বার্তা দিলেন শুভঙ্কর ।তার পাশাপাশি শুভঙ্কর দে জানান আজকালকার সমাজে মা-বাবা রাবৃদ্ধ হলে বোঝা বলে মনে করে ।আর এই সকল বৃদ্ধ মা বাবারা বাকি দিনটা বৃদ্ধাশ্রমে পরিবারহীন অবস্থায় কাটায় ।দীর্ঘদিনের ভাবনার ফল হিসাবে বৃদ্ধাশ্রমে এসে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন ।