অবতক খবর,২৭ ডিসেম্বর: আবারও নৈহাটি বিধানসভার অন্তর্গত মাঝিপাড়া -পলাশী গ্ৰাম পঞ্চায়েতের বাসিন্দা মানস ভট্টাচার্যের কন্যা মৌবনী ভট্টাচার্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের বৃত্তি পরীক্ষায় রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে সমগ্ৰ নৈহাটির মুখ উজ্জ্বল করল।

মৌবনীর এই পরিক্ষায় এত বড় সাফল্যে পরিবারের মধ্যে আনন্দ উচ্ছ্বসিত। শুক্রবার সকালে মৌবনি ভট্টাচার্য কে বাড়িতে গিয়ে সম্বর্ধনা দিতে উপস্থিত হয়ে যান বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক তথা গত নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপক মিএ।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৌবনী ভট্টাচার্যের মা মিতালী ভট্টাচার্য জানান তিনি যে দায়িত্ব নিয়ে মেয়েকে পড়ানোর ব্যবস্থা করে এসেছেন। তার পাশাপাশি আরও বলেন তার মেয়ে মৌবনী ভট্টাচার্য নিজেই প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘণ্টা পড়াশুনা করত। অপরদিকে বিজেপি নেতা রূপক মিএ জানান ভবিষ্যতেও মৌবনীর পাশে থাকার বার্তা সহ মৌবনীর আগামী দিন গুলো আরো উজ্বল হওয়ার কামনা করেন।