বৃক্ষ প্রণাম
তমাল সাহা

মনে পড়ে তৃষা!
আমাদের প্রথম প্রেম
গাছের নিচেই বসা।
গাছই দেখেছিল প্রথম
আমাদের স্পর্শ চুম্বন ভালোবাসা–
কতটা নিকটে যায় আসা!

আজ বৃক্ষ দিবস
হাত ধরো, চলো বৃক্ষটিকে
প্রণাম করে আসি—
তুমি একদিন নির্জনতা দিয়েছিলে
দিয়েছিলে আশ্রয় ও প্রশ্রয়
স্বাগত জানাতে ঝরিয়ে দিয়েছিলে দুটি পাতা
লেখা ছিল—
তারুণ্যের জয় আমি বড় ভালোবাসি।

হে বৃক্ষ তোমাকে প্রণাম
তুমি জননী,তোমার কাছে চির ঋণী
বাতাস মারফত কৃতজ্ঞতা পাঠালাম।