বুলডোজার
তমাল সাহা
উচ্ছেদ মানে এখন বেদখল মুক্ত
এই কাণ্ডে সরাসরি সরকার যুক্ত
ঘুরছে চাকা দাপিয়ে চলছে বুলডোজার
বিপ্লবী অবিপ্লবী সবাই নিশ্চুপ এখন
চেষ্টা করছি আসল প্রতিবাদী খোঁজার!
তখন সিপিএম করেছিল সানশাইন
সোচ্চার সরব মিছিল মিটিং কী ফাইন!
এখন কি তবে তৃণমূলী সানসেট
তোমরা কোথায় গেলে ভাই, কেন এতো লেট?