অবতক খবর,২৪ জানুয়ারি: ওয়েস্ট দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়নের পঞ্চম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হল। সংগঠনের পতাকা উত্তোলন ও শহিদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয় । সংগঠন সূত্রে জানা যায় এদিন ৭১ টি ইউনিট সহ এলাকার বেশ কিছু ছোট চা বাগানের কর্মীদের থেকে মোট ২৫০ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন এই সন্মেলনে। এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সম্পাদক আনোয়ারুল হক, মহিলা সমিতি নেত্রী সুপ্রীতি ঘোষ মজুমদার প্রমূখ ।
সম্মেলন থেকে ৭১ জনকে নিয়ে নতুন কমিটি গঠন করা হয় । সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কার্তিক শীল, সম্পাদক দবিরুল ইসলাম ও সভাপতি স্বপন গুহ নিয়োগী দায়িত্ব পেয়েছেন ।এই সম্মেলন থেকে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সকলের জন্য পিএফ, বন্ধ বাগান গুলি খোলার মতো দাবিগুলি উঠে এসেছে ।