অবতক খবর :: কার্শিয়াং :: ৭ মে :: বুদ্ধ পূর্ণিমায় সামাজিকতার বার্তা দিলেন বৌদ্ধরা। একদিকে করোনায় আক্রান্ত বিশ্ব, এমন সময়ে তাঁদের এই সামাজিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে স্থানীয় মহলে।
এদিন বুদ্ধ পূর্নিমা উপলক্ষ্যে সকাল থেকেই কার্শিয়াং এর স্থানীয় বৌদ্ধরা সকাল থেকেই নানান অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের মধ্যেই তাঁরা সদ্য কর্মহীন দুস্থ এবং অসহায় মানুষদের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদান করেন। সকাল থেকেই তারা জায়গা পরিষ্কার এবং বিভিন্ন সরঞ্জাম সাজান। নিত্য দিনের সামগ্রী পেয়ে স্বভাবতই খুশি বাসিন্দারা, তারা বৌদ্ধদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন









