অবতক খবর,২ জুন: বুথ ফেরত সমীক্ষাকে খারিজ করে জয় নিশ্চিত করলেন মমতা।

বুথ ফেরত সমীক্ষাকে ফেক বলে অভিহিত করলেন মমতা ।
সূত্রের খবর ,একটি সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের রাজ্য নিয়ে যেটা দেখানো হচ্ছে সেটা আমি
বিশ্বাস করি না, এটা একেবারেই ভুয়ো খবর দেখানো হচ্ছে জনগণকে ।

লোকসভা নির্বাচনে বাংলায় সবচেয়ে বড় দল হতে চলেছে বিজেপি ।ইতি মধ্যেই শনিবার সপ্তম দফা লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবং সমীক্ষার সম্ভাব্য তথ্য বলছে আরো একবার এনডিএ শরিকদের নিয়ে সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির ।
কিন্তু এই সমীক্ষাকে সম্পূর্ণ ফেক বলে দাবি করছেন মমতা ।তার প্রশ্ন? “কি করে সংবাদমাধ্যম বলে দিচ্ছে ওই আসনে বিজেপি জিতবে
অমুক আসনে তৃণমূল জিতবে ?আমি এই সংবাদমাধ্যমের হিসাব মানি না” আমার কর্মীদের জন্য সতর্কবার্তা, তাদের বলবো শক্ত থাকতে
গণনা ভাল করে করতে ।আমি আশাবাদী সংবাদ যা দেখাচ্ছে তার দ্বিগুন পাবো আমরা ,প্রত্যেকটা আসন আমরাই জিতবো “।

তবে রাজ্যে তৃণমূল ঠিক কতগুলি আসন পাবে তা নিয়ে কোনও সংখ্যা জানাননি মমতা ।এই নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন
“আমি কোনও নাম্বারে যেতে চাইনা তবে আপনাদের একটা কথা বলতে পারি ।আমরা যেভাবে কাজ করেছি ,পরিশ্রম করেছি তাতে
আমাদের জয় নিশ্চিত । মমতা আরোও জানান যারা পদ্মপতাকাকে ভোট দিয়ে জেতাতে চায় তাদের বলে দিও এবার অঙ্কটা অত সহজ নয়
তাই এবার জেতাটাও খুবএকটা সহজ নয় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় ।