অবতক খবর,৫ মার্চ : সকাল সাড়ে দশটা বেজে গেলেও খোলেনি প্রাথমিক বিদ্যালয়। নানুরের আগরতোর গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। স্কুলের প্রধান শিক্ষকের আবার অদ্ভুত দাবি সাড়ে দশটাতেই খোলে স্কুল।

জানা গিয়েছে, আগরতোর প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে এমন ভাবেই চলে আসছে। পড়ুয়ারা সকালে এলেও স্কুল বন্ধ থাকে। সেইমতো এদিন মঙ্গলবার স্কুলের সামনে পড়ুয়া টা চলে এলেও দেখা নেই শিক্ষকদের।

জানা গিয়েছে, মোট চারজন শিক্ষা কর্মী রয়েছেন এই প্রাথমিক বিদ্যালয়ে। সাড়ে দশটার পর স্কুলের তালা খোলেন প্রধান শিক্ষক উজ্জল কুমার পাল। তাকে জিজ্ঞাসা করা হলে অবশ্য তার দাবি সাড়ে দশটাতেই স্কুল খোলা সরকারি নিয়ম।*