অবতক খবর,৩০ নভেম্বর: অবৈধভাবে শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ বীরভূমের মল্লারপুর থানার দক্ষিণ গ্রাম পঞ্চায়েত এলাকায়। হাজীপুর এবং কামরাঘাট যাওয়ার রাস্তা উপর দুই ধারে যে গাছ রয়েছে, সেই গাছ গুলোকে যন্ত্রের সাহায্যে কেটে নেওয়ার অভিযোগ দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা হাজরা ও উপপ্রধান বিমল রায়ের বিরুদ্ধে । এলাকার মানুষ জানতে চাইলে তাদেরকে কোন কাগজ দেখাতে পারেনি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান কেওই।

এমনকি কাগজ দেখতে চাইলে হুমকি দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে । আজ অর্থাৎ শনিবার সকালে রেঞ্জ অফিসার কে খবর দেওয়া হলে মল্লারপুর থানার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় , একইভাবে সকাল ১১ টা নাগাদ পৌঁছায় মোহাম্মদ বাজার রেঞ্জ অফিসের প্রতিনিধি দল। রেঞ্জ অফিসের প্রতিনিধি দল এলাকায় পৌঁছলে কাটা গাছ গুলোকে রাস্তার দুপাশে পড়ে থাকতে দেখেন।এবং সেই কাটা গাছগুলোকে 2 টি ট্রাক্টরে চাপিয়ে বাজেয়াপ্ত করেন।

বেশ কিছু যন্ত্র এবং গাড়ি সহ শতাধিক গাছ বাজেয়াপ্ত করেন মোহাম্মদ বাজার ফরেস্ট রেঞ্জ অফিসের প্রতিনিধি দল। তবে দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা হাজরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান বর্তমানে তিনি অসুস্থ রামপুরহাট মেডিকেল কলেজের চিকিৎসাধীন। উপপ্রধান বিমল রায়ের সঙ্গে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি।