অবতক খবর,১৪ মার্চ, বীরভূমের ময়ূরেশ্বর:-বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত কলেশ্বর শ্মশান কালীতলা লাগোয়া কাতার পার থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।
বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ এই ঘটনা স্থানীয় গ্রামবাসীদের নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসনকে, আর ঘটনাস্থলে এসে পৌঁছায় ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন।
তবে এই ব্যক্তির কিভাবেই বা মৃত্যু হল সে বিষয়টি খতিয়ে দেখছে ময়ূরেশ্বর থানার পুলিশ, পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম শ্রীমন্ত মাল বাড়ি কলেশ্বর গ্রামে। আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।*