অবতক খবর,৪ সেপ্টেম্বরঃ বীজপুর পুলিশের বড়সড় সাফল্য। কাঁচরাপাড়ার ঐতিহ্যবাহী হকার্স কর্ণারের ঝুলন মেলা চলাকালীন গত ৩০শে আগস্ট বীজপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়। মেলায় আসা এক মহিলার সোনার চেন ছিনতাই হয়। সাথে সাথেই তিনি গিয়ে বীজপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পরের দিনই পুলিশি তৎপরতায় মহিলার চেনটি উদ্ধার করা হয়।
তদন্তে উঠে আসে এই চেন ছিনতাইয়ের পেছনে রয়েছে এক মহিলার হাত। তাঁর নাম চন্দ্রা কর্মকার(৫২)। তিনি ব্যান্ডেলের বাসিন্দা। তাঁকে আটক করে পুলিশ এবং জেরায় তিনি স্বীকার করে নেন যে তিনিই সেই সোনার চেনটি চুরি করেছিলেন। তাঁর বিরুদ্ধে ৩৭৯ ধারায় মামলা দায়ের হয়। ঐদিন তাঁকে আদালতে পেশ করা হলে তাঁকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে আজ তাঁকে ফের আদালতে পেশ করা হয়েছে।