অবতক খবর,৮ ডিসেম্বর: মানুষকে সর্বদা পরিষেবা দিতে তৎপর বীজপুর পুলিশ প্রশাসন। বিগত দিনগুলিতে অভিযোগ পাওয়া মাত্রই তা সমাধানের চেষ্টা করেছেন বীজপুর পুলিশ প্রশাসন।

কাঁচরাপাড়া কাঁপা স্টেট ব্যাংক সংলগ্ন এলাকার বাসিন্দা প্রসিদ ভট্টাচার্য্য। তিনি ফোন পে’র মাধ্যমে টাকা একজনের অ্যাকাউন্টে পাঠাতে গিয়ে অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। মোট ৬৮ হাজার ৫০০ টাকা তিনি ভুলবশত অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিলেন। এরপর তিনি কি করবেন ভেবে উঠতে না পেরে স্টেট ব্যাংক থেকে এই লেনদেনের যাবতীয় তথ্যাদি সংগ্রহ করে অবশেষে বীজপুর থানার দ্বারস্থ হন। বীজপুর থানার ভারপ্রাপ্ত আইসি ত্রিগুণা রায় ও সাইবার সেলের অফিসার গৌতম দে’র তৎপরতায় পুনউদ্ধার হয় তার ৬৮ হাজার ৫০০ টাকা।

প্রসিদ বাবু নিজের টাকা ফেরত পেয়ে অত্যন্ত খুশি। বীজপুর পুলিশ প্রশাসনের এই তৎপরতা দেখে তিনি প্রত্যেক পুলিশ অফিসার ও পুলিশ কর্মীদের কুর্নিশ জানিয়েছেন।