অবতক খবর,২৮ আগস্টঃ আজ বীজপুর থানার পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সমাজের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে সংকল্প নেওয়া হয়েছে সেই সংকল্পকে মাথায় রেখে আজ বীজপুর থানার উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এবং বীজপুর থানার পরিচালনায় এই আয়োজন। শিবিরটি বীজপুর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন তুষার কান্তি পাঠক(ব্যারাকপুর পুলিশ কমিশনারের এসিপি-১), কাঁপা ট্রাফিক ওসি,কল্যাণী জেএনএম হাসপাতালের ডাক্তার কুণাল বাবু। এছাড়াও ছিলেন কাঁচরাপাড়া এবং হালিশহর পৌরসভার বেশ কয়েকজন সিআইসি ও কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং থানার পুলিশ আধিকারিকসহ অন্যান্য কর্মীরা।

বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী প্রদীপ প্রজনন করে এবং ফ্রিতে কেটে এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন।

আজকের এই রক্তদান শিবিরে বেশিরভাগ পুলিশ কর্মীরা তাদের রক্তদান করেন।

বিধায়ক সুবোধ অধিকারী এ প্রসঙ্গে বলেন, এটি একটি মহৎ কাজ। পুলিশ এবং মানুষের সুসম্পর্ক বজায় থাকুক।

অন্যদিকে ব্যারাকপুর পুলিশ কমিশনার এসিপি-১ তুষার কান্তি পাঠক জানান,এইরকম প্রচারের মাধ্যমে আগামীতে পুলিশ এবং মানুষের সম্পর্ক আরো দৃঢ় হয়ে উঠুক।