অবতক খবর,৩০ অক্টোবর: কোজাগরী লক্ষ্মী পুজো। লক্ষ্মী ধনদাত্রী,ধনের দেবী। এ তো ঠিকই,সে তো ধনের ঝাঁপি নিয়ে আসে। তবে এত কোটি কোটি টাকা কোত্থেকে আসে,এই প্রশ্ন আজ বীজপুরবাসীর মনে।

১১ বছর আগেও বীজপুরে এত কোটিপতি ছিল না। তখন কোটিপতি বলতে ব্যবসায়ীদের বোঝাতো। বোঝাতো শেঠদের নাম। এখন যারা রাজনৈতিক আশ্রয়ে মদতপুষ্ট,নেই কোন চাকরি,নেই কোন কাম তারা এখন কোটি কোটি টাকার মালিক, তুলছে বড় বড় আবাসন কি করে,এই সব প্রশ্ন সাধারণ মানুষের মনে। এত টাকা কোত্থেকে আসে,কে দেয় এত টাকা?

 

 

রাজনৈতিক নেতারা চাকরি করেন না,অর্থ উপার্জনের কোন উপায় নেই,নেই কোন ব্যবসা। অথচ তারা ফুলে ফেঁপে আজ কোটিপতি কি করে হয়? রাজনীতিতে কি কামাই হয়? এ কথা রটে গেছে বীজপুরের বাতাসময়।

যারা কোটিপতি তাদের বলা হত শেঠজি,এখন এইসব কোটিপতিদের কি বলা হবে? শেঠজির উপরেও কি কোন শব্দ আছে? তা আজ মানুষ জানতে চায়। রাজনৈতিক মদতপুষ্ট দুষ্কৃতীরা কি করে কোটিপতি হয়ে যায়?