অবতক খবর,২০ জানুয়ারি: ব্যারাকপুর রাজ্য বিজেপির সহ সভাপতি বলেন,তিনি বিজপুরে কনভেনর নয়, নির্বাচনের সময় কোকভেনর ছিলেন। উনি আগে তৃণমূল কালচারেরই ছিলেন বিজেপিতে এসেছিলেন আমরা তাকে স্বীকার করেছি, ভারতীয় জনতা পার্টিতে শুধু সমর্পনের জন্য না আসলে কিছু পাবে না।
এন আই এ এর যেটা মামলা চলছে সেটা এন আই এর ব্যাপার আছে এতে আমরা কিছু কমেন্ট করবো না। পার্টির কাছে আগে থেকে খবর ছিল উনি দুই নৌকায় পা দিয়ে চলছে। এরা সাধারণ মানুষের সেবার জন্য রাজনীতি করতে আসে না, এরা রাজনীতিতে ব্যবসা করতে আসে।
আমাদের বিজেপিরই ১৪ থেকে ১৫ জন গেছে যারা তৃণমূল কংগ্রেস থেকেই বিজেপিতে এসেছিলেন। ভারতীয় জনতা পার্টিতে যদি মানুষ বিজনেস করতে আসে তাহলে সেই রকম মানুষের আসার দরকার নেই।যত সমাজ বিরোধী লোক তৃণমূল কংগ্রেসে জয়েন করেন বলে জানান তিনি।