অবতক খবর,২৪ সেপ্টেম্বরঃ বীজপুরে যখন গোষ্ঠীদ্বন্দ্ব চরমে তখন বীজপুরে আজ আগমন ঘটলো ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর। আজ তিনি হালিশহর রামপ্রসাদ খেলার মাঠ সংলগ্ন অঞ্চলের বাসিন্দা তথা অর্জুন পন্থী অরিন্দম দে’র বাড়িতে গিয়েছিলেন। সেখানেই তিনি মধ্যাহ্নভোজন সারলেন। সেখানে আলোচনা হল বিভিন্ন বিষয় নিয়ে।
তিনি মুখ খুললেন বীজপুরের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও। তিনি বলেন, “ব্যারাকপুর শিল্পাঞ্চলে আমরা শান্তি চাই। অপরাধ বাড়লে জনপ্রতিনিধিদের উপর চাপ সৃষ্টি হয়। অপরাধ দমন করা প্রশাসনের কাজ। প্রশাসনের উচিত করা হাতে অপরাধ দমন করা। পুজো আসন্ন। উৎসবের দিনগুলিতে প্রচুর বাইরের মানুষ আসেন এই বীজপুর অঞ্চলে। তাদের যাতে কোনরকম অসুবিধা না হয় সেই দিকে নজর রাখা উচিত। বীজপুরে যা ঘটছে তা আমার কানেও এসেছে। বিষয়টি নিয়ে আমি নিজেই কথা বলবো উচ্চ নেতৃত্বের সাথে।”

তিনি আরো বলেন,”উপরের দিকে থুতু ছুড়লে তা নিজের মুখে এসেই পড়ে। সুতরাং যার যেটা কাজ সেটার দিকে নজর দেওয়া উচিত।”

তবে এই কথার মাধ্যমে তিনি কি বোঝাতে চাইলেন তা এখনো পরিষ্কার নয়।