নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ইসলামপুর :: বিয়ের রজত জয়ন্তী বর্ষ পূর্তিতে কোনও পার্টি নয় বরং বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে ঘরোয়া ভাবে পাত পেড়ে খাবারের আয়োজন করলেন এক দম্পতি। দিনভর তাদের সাথে হৈ হুল্লোরে মেতে রইলেন। শনিবার চোপড়া ব্লকের কালাগছ এলাকার সুভাষ নগরে ডি বি এম বৃদ্ধাশ্রমে আয়োজিত হলো এমনই এক আত্মতৃপ্তির কর্মসূচি।
পশ্চিম বঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা আহ্বায়ক মানস দাস ও তার স্ত্রী রেখা দাস এর বিয়ের রজত জয়ন্তী বর্ষ ছিল এদিন। স্থানীয় থানাকলোনির বাসিন্দা মানস বাবু পরিবারের সদস্যদের নিয়ে এদিন তিনি উপস্থিত হন সেখানে। পঞ্চ ব্যঞ্জন রান্না করে আশ্রমের অসহায় ও বর্ষীয়ান আবাসিকদের মুখে তা তুলে দেন তারা।
মানস বাবু জানান,ইচ্ছে ছিল তাদের বিয়ের এই রজত জয়ন্তী বর্ষ অনেক ধুমধাম করে করবেন। কিন্তু এই সংকটময় পরিস্থিতির দিকে তাকিয়ে হঠাৎ সিদ্ধান্ত বদল। তিনি পরিচিত একজনের কাছে শুনলেন বৃদ্ধাশ্রমের কথা। বরং এ মুহূর্তে অন্য কোথাও খরচ না করে এই বৃদ্ধাশ্রমে তা আয়োজন করলেই বুঝি প্রকৃত আত্মতৃপ্তি খুঁজে পাবেন। আর তাই ছুটে এলেন তারা।
এদিন আবাসিকদের ঘরে ঘরে মাক্স ও স্যানিটাইজার পৌঁছে দেন ওই দম্পতি । বৃদ্ধাশ্রমের আবাসিকরা ফুলেল শুভেচ্ছা তুলে দেন এই বিশেষ দিনে ওই দম্পতিকে। আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন বৃদ্ধাশ্রমের সভাপতি সুশান্ত নন্দী, সদস্য পুলক সরকার, বর্ষীয়ান সাংবাদিক সুবল গোপ এবং তরুণ সাংবাদিক জয়দেব গোপ ও সুশান্ত প্রামানিক প্রমূখ। ওই পঁচিশের দম্পতিকে প্রাণ খুলে আশীর্বাদ করলেন আশ্রমের বর্ষীয়ান আবাসিক কানন কর, ঠাকুরদাসী বিশ্বাস কিংবা ভীম বাহাদুর ছেত্রীদের মতো একাধিক আবাসিকরা।