অবতক খবর :: শিলিগুড়ি ::   বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত যুবক সোনাই গণেশ। ধৃত দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার খরিবাড়ি ব্লকের কোঁকড়াজোত এলাকার বাসিন্দা। যুবতীও ওই এলাকারই বাসিন্দা।

যুবতীর অভিযোগ দেড় বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন তার সঙ্গে সহবাস করেছে অভিযুক্ত যুবক। যুবতীর পরিবারের তরফে একাধিকবার বিয়ের কথা বললে নানা টাল বাহানায় এড়িয়ে যেতে থাকে সে। শেষমেশ যুবতীর পরিবারের সদস্যদের কথামতো বিয়ের কথাও পাকা হয়েছিল তাদের। তবে সম্প্রতি যুবক বিয়ে করতে অস্বীকার করে। যুবতীর সঙ্গে সবরকম যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় যুবক।

বুধবার যুবতী দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করে। এদিনই যুবককে কোঁকড়াজোত এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।