অবতক খবর,৯ নভেম্বর: বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে হাজিনগরে বিজেপির মহিলামোর্চার বিক্ষোভ। হালিশহর থানার অন্তর্গত হাজিনগর পুলিশ ফাঁড়ির সামনে বিজেপির মহিলা মোর্চার কর্মীরা জড়ো হয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর নীতিশ কুমারের কূশপুতুল দাহ করা হয়।
এদিন এই বিক্ষোভ কর্মসূচি থেকে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, বিহারের মুখ্যমন্ত্রী সারা দেশের মহিলাদের অপমান করেছেন। আই এন ডি এ র জোট শরীকরা এই বিষয় নিয়ে এখনো চুপ কেন। এরাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তিনি তাঁর শরীক হয়ে কেন প্রতিবাদ করছেন না।