অবতক খবর,১২ অক্টোবরঃ গত রাতে বিহারের এই ভয়াবহ দুর্ঘটনায় দেখা যাচ্ছে, ট্রেনের বগিগুলো খেলনা গাড়ির মতো একে অপরের ওপর উঠে পড়েছে। একাধিক বগি লাইনের দুই ধারে ছিটকে পড়ে রয়েছে। এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। শতাধিক মানুষ আহত। তৎপরতার সঙ্গে চলছে উদ্ধারকাজ। তবে কী কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। রাতের অন্ধকারে এমন একটি ঘটনার পিছনে যান্ত্রিক কোনও ত্রুটি থাকতে পারে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক।

বিহারের বক্সারে দুর্ঘটনার কবলে নর্থ ইস্ট এক্সপ্রেস। বুধবার রাত সাড়ে নটা নাগাদ রঘুনাথপুরের কাছে লাইন থেকে বেরিয়ে যায় ট্রেনটির অধিকাংশ বগি। কয়েকটি লাইনের পাশের জলাশয়েও পড়ে যায়। ওই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। কামাক্ষাগামী নর্থ এক্সপ্রেস দুর্ঘটনার জেরে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। ২১টির বেশি ট্রেনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

বাতিল

ইস্ট সেন্ট্রাল রেলের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে ভাগলপুর-আজমের সাপ্তাহিক ট্রেন(১২.১০.২০২৩)। পাশপাশি মধুপুর-আনন্দবিহার সুপার ফাস্ট এক্সপ্রেস(১২.১০.২৩), আজমের-ভাগলপুর এক্সপ্রেস(১৪.১০.২০২৩) বাতিল করা হয়েছে।

যাত্রাপথ বদল

কিউল-গয়া, ভাগলপুর-আনন্দবিহার বিক্রমশীলা এক্সপ্রেস, ভাগলপুর-সুরাট, মালদহ টাউন-দিল্লি ফরাক্কা এক্সপ্রেস, কামাক্ষা-দিল্লি ব্রহ্মপুত্র মেল, দিল্লি-কামাক্ষা এক্সপ্রেস, দিল্লি-মালদহ টাউন ফরাক্কা এক্সপ্রেস, ভাগলপুর-আনন্দবিহার গরিবরথ এক্সপ্রেস। গয়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে কলকাতা-নাঙ্গল ড্যাম সাপ্তাহিক এক্সপ্রেস, নয়া দিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেস, কলকাতা-উদয়পুর সিটি সাপ্তাহিক এক্সপ্রেস। এছাড়াও ঘুরিয়ে দেওয়া হয়েছে ডিব্রুগড়-লোকমান্য তিলক এক্সপ্রেস, আনন্দবিহার-কামাক্ষা এক্সপ্রেস, আনন্দবিহার-ভাগলপুর এক্সপ্রেস, আনন্দবিহার-মধুপুর এক্সপ্রেস।

উল্লেখ্য, এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী লাইন থেকে বেরিয়ে গিয়েছে নর্থ ইস্ট এক্সপ্রেসের ২৬টি কামরা। তার মধ্যে রয়েছে ২টি এসি ৩ টায়ার কোচ। তবে রেলের তরফে বলা হয়েছে ৬ কোচ লাইনচ্যুত হয়েছে। ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর ফের এই দুর্ঘটনা। লাইনে কোনও ত্রুটি নাকি সিগন্যালিংয়ে কোনও কারণ রয়েছে তা এখনও জানা যায়নি।

দুর্ঘটনা নিয়ে বক্সারের এসপি মণীশ কুমার সংবাদ সংস্থাকে বলেছেন, ৭০ যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি মৃত্যু হয়েছে ৪ জনের। ২১টি ট্রেনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

নর্থইস্ট রেলওয়ের তরফে খোলা হয়েছে বেশ কয়েকটি হেল্প লাইন।