অবতক খবর,২ সেপ্টেম্বরঃ ভগবানগোলা থানার অন্তর্গত শ্যামপুর নতুন পাড়া সারগাছি পাড়া এলাকায় সাপের কামড়ে অর্থাৎ বিষধর কেউটের ছোবলে গুরুতর অসুস্থ শামীম শেখ নামে এক বালক। জানা যায় আজ সকালে জমি থেকে পাট নিয়ে আসছিল পুকুরে পচন দেওয়ার জন্য,আর সেই সময় পুকুরের পাশে থাকা সাপে পায়ের আঙুলে কামড় দেয়।
তারপরেই তাকে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে ভগবানগোলা কানা পুকুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে চিকিৎসা চলছে ওই বালকের আগামী ২৪ ঘন্টা তাকে হাসপাতালে নজরে রাখবে চিকিৎসক সূত্রে বলে জানা যায়। ঘটনাটি আজ অর্থাৎ শনিবারের দিন সকাল দশটা নাগাদ।