অবতক খবর,১৪ ফেব্রুয়ারী,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: দুপুরের হেলানো রোদ্দুর আর কুয়াশার ঘেরা সকাল পেরিয়ে বাংলার বাতাসে লেগেছে বসন্তের ছোঁয়া। বসন্তের আগমনে অবশ্যই চলে আসে ভ্যালেন্টাইন্স ডে। বিশ্বজুড়ে এই সময় ভালোবাসার উদযাপনে মেতে ওঠে বহু মানুষ।
পঞ্চম শতাব্দীর শেষের দিকে গোপ গেলাসিয়াস ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেছিলেন। ইতিহাসের পাতা ঘাটলেই জানা জায় সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের কথা ।রোমের বাসিন্দা খ্রিস্ট ধর্মের যাজক ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের কথা স্মরণ করেই উদযাপিত হয়েছিল এই দিনটি। সেই থেকে আজ ১৪ই ফেব্রুয়ারি দিনটিকে বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইনস ডে হিসাবে।
প্রচলিত আছে আজকের দিনে ভালোবাসার মানুষজনকে সাধারণত গোলাপ দিয়ে ভালোবাসা জানিয়ে অভিভূত করার দিন বলে জানা যায়।
তাই মন্তেশ্বর এলাকায় মন্তেশ্বর, কুসুমগ্রাম মালডাঙ্গা সহ বিভিন্ন বাজারে গোলাপ ফুলের দাম আকাশ ছোঁয়া।
ব্যাঙ্গালোর গোলাপের চাহিদা বেশি হলেও দামও বেশি , এক একটি ব্যাঙ্গালোর গোলাপ ৮০টাকা থেকে ১০০টাকা দামে বিক্রয় হচ্ছে বলে জানান বিক্রেতারা। দেশি গোলাপ ৫০টাকা থেকে ৬০ টাকা দামে বিক্রয় হচ্ছে বলে জানা যায়। গোলাপের দাম বেশি থাকলেও আজকের দিনে গোলাপের একটু চাহিদা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা।