অবতক খবর :: বহরমপুর ::     আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ,মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানা সহ জেলার বিভিন্ন থানাতে প্রায় ৩০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা নেয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কে সাবরি রাজকুমার জানালেন প্রতিটা থানায় ১০০০ থেকে ২০০০ গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে ,এবং ভবিষ্যতে এই গাছগুলি পরিচর্চার জন্য এনজিও থেকে লোক নিয়োগ করা হবে ,”একটি গাছ একটি প্রাণ “তাই সকলকে গাছ লাগানোর কথা তিনি বলেন।

এই দিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করলেন অতিরিক্ত পুলিশ সুপার অনিস সরকার বরমপুর থানার আইসি সনৎ দাস , টাউন ইনস্পেক্টর দেবাশিস ঘোষ, ও পুলিশকর্মীরা।