চরাচর জুড়ে শুধু নারী আর নারী

বিশ্ব নারী দিবসঃ মণিপুর ও সন্দেশখালি
তমাল সাহা

অগ্নিপরীক্ষায় সীতার শরীর কতখানি পুড়েছিল আমরা জানি না
রাজসভায় দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ কীভাবে করেছিল আমরা দেখিনি।
তবুও এ দুটি ঘটনার কথা আমরা বারবার বলি।

আমরা স্বচক্ষে দেখেছি প্রতিটি ঘটনা
তবু নীরব নিশ্চুপ হয়ে থাকি
আমাদের মনে পড়ে না দুটি নাম
মণিপুর সন্দেশখালি।

আজ সব যোদ্ধা লড়াকু নারী আমারই।
নারীগুলির মুখ এঁকে ফেলি দ্রুত লয়ে
আমার বুকের উপত্যকায়।
আমার সমস্ত চুম্বন রাখি আজ তাদের পায়ের পাতায়।

ভোলগা পেরিয়ে বঙ্গোপসাগর পেরিয়ে
পাভেলের বুড়িমা তেভাগার অহল্যা মায়েরা
আমার সামনে এসে দাঁড়ায়!