অবতক খবর :: – জেলা জুড়ে লকডাউনে চলছে রক্ত সঙ্কট। এই ভয়াবহ পরিস্থিতিতে বিশ্ব থ্যালেসেমিয়া দিবসে রক্তদানের আয়োজন করে মালদা শহরের রামকিঙ্কর বালিকা বিদ্যাশ্রম। কোনও বালিকা বিদ্যালয়ের উদ্যোগে এই দুর্যোগের মরশুমে প্রথম কোনও প্রয়াস। এদিন রক্ত দেন জেলাশাসক রাজর্ষি মিত্রও।
ঘটনাক্রমে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের দিন আবার রবীন্দ্র জন্ম জয়ন্তী। তাই একটু আলাদাভাবে রবীন্দ জয়ন্তী পালন করল রামকিঙ্কর বালিকা বিদ্যাশ্রম। এদিন কবিপ্রণামের পাশাপাশি এই প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। রক্ত দিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী, সাংবাদিক, ব্যাঙ্ককর্মী, স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্য এবং স্বয়ং জেলাশাসক শ্রী রাজর্ষি মিত্র। ৪ জন মহিলা-সহ মোট ৩০ জন রক্তদাতা রক্ত দেন। এই শিবিরে পারস্পরিক দূরত্ববিধি মেনে এবং যথাযথ স্যানিটাইজেশন সহযোগে শিবিরের আয়োজন করা হয়।

বিভিন্ন সহযোগী সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সেন্ট জন্স এবং ভারত স্কাউটস অ্যাণ্ড গাইডস থেকে অনিল সাহা ও নিরঞ্জন প্রামাণিক, বিবেকবাহিনী থেকে ভাস্কর ঘোষ, আভা থেকে আদর্শ মিশ্র ও বাপ্পাদিত্য ঘোষ, বিজ্ঞানমঞ্চ থেকে সুনীল সরকার ও সুতীর্থ নন্দী প্রমুখ।রক্তদাতাদের উজ্জীবিত করার জন্য উপস্থিত ছিলেন কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। আর্য বন্দ্যোপাধ্যায় থ্যালাসেমিয়া সচেতনতা এবং রক্তদান বিষয়ক গানের অ্যালবামটি ভিডিও কলের মাধ্যমে উদ্বোধন করেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়।
সকল রক্তদাতা এবং সহযোগী সংস্থাকে অকুণ্ঠ অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অদিতি চট্টোপাধ্যায়।









