অবতক খবর,১৭ সেপ্টেম্বরঃ ১৫ ই সেপ্টেম্বর ছিল আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। সেই দিনই রাষ্ট্রপুঞ্জ জানিয়ে দিয়েছে যে, বিশ্বে প্রতি ১০ জনের মধ্যে একজন ক্ষুধার্ত। অর্থাৎ প্রতি রাতে সারা বিশ্বে ১০ জনের মধ্যে একজন না খেয়ে অনাহারে ক্ষুধার্ত অবস্থায় ঘুমোতে যায় না। এই মুহূর্তে বিশ্বের ৭০ কোটি মানুষ জানেনা তারা আবার কখন খেতে পাবে বা আদৌ খেতে পাবে কিনা।
বিশ্ব খাদ্য প্রকল্পের কার্যনির্বাহী প্রধান সিন্ডি ম্যাকেন নিরাপত্তা পরিষদে জানিয়েছেন যে, অনুদানের অভাবে খাদ্য রেশনে কাটছাট করতে হয়েছে। জানা যাচ্ছে বিশ্ব খাদ্য প্রকল্পের হিসেবে ৫০টি দেশে ৪ কোটি ৭০ লক্ষ মানুষ দুর্ভিক্ষের আগের অবস্থায় রয়েছে। ৫-এর কম বয়সী সাড়ে চার কোটি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।
বিশ্ব খাদ্য প্রকল্পের সদর দপ্তরটি রোমে। ৭৯ টি দেশে কাজ করছে এই দপ্তর। সেখানে সাড়ে ৩৪ কোটি লোকের কাছে খাদ্যের কোনো নিরাপত্তা নেই।