অবতক খবর,২৯ জানুয়ারি: বিশ্ববিদ্যালয় ক্লাসরুমের মধ্যেই বিবাহের আসর,তাও আবার বিভাগীয় প্রধান শিক্ষিকার সাথে প্রথম বর্ষের ছাত্রর বিয়ে,এ হেন ছবি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরালে বিতর্কে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হরিণঘাটা ক্যাম্পাস।
শুধু ছবি বা ভিডিওই নয় বিশ্ববিদ্যালয়ের প্যাডে দুজন দুজনকে স্বামী-স্ত্রীর স্বীকৃতি দিয়েছে লিখিতভাবে সাক্ষী সমেত। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক । বিশ্ববিদ্যালয় জুড়ে শোরগোল। ঘটনা সামনে আসার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও তরফ থেকে জানা গিয়েছে ইতিমধ্যেই তদন্ত কমিটি করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়া হয়েছে পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়েছে।