অবতক খবর,১৮ সেপ্টেম্বর,কোলাঘাট:– এক দিকেই শিল্প দেবতা বিশ্বকর্মা দেবের পুজো অপরদিকে গণেশ পূজো, এই দুটো পুজোকে সামনে রেখে এই বছর ফুলের দাম উর্ধ্বমুখী, ফলে একদিকে যেমন সমস্যা হচ্ছে ক্রেতাদের, অন্যদিকে হিমশিম খেতে হচ্ছে বিক্রেতা থেকে শুরু করে চাষীদের, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ফুলের বাজার রাজ্যবাসীর কাছে অজানা নয়, রাত থাকতেই কোলাঘাট এলাকায় বসে ফুলের আড়ত, জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকে বহু মানুষ থেকে শুরু করে বহু ব্যবসায়ী সেখান থেকেই ফুল সংগ্রহ করে ব্যবসার তাগিদে, তবে এই দুই পুজোকে সামনে রেখে এই বছর ফুলের দাম ঊর্ধ্বমুখী, কারণ আবহাওয়ার খামখেয়ালীর জেরে ফুলের দাম এই বছর ঊর্ধ্বমুখী, কারণ অসময়ে বৃষ্টি এবং অতিরিক্ত গরমের কারণে বহু গাছ নষ্ট হয়ে যাওয়ায় এই বছর ফুলের দাম এত বেশি, ফলে একদিকে সমস্যায় যেমন পড়েছে ক্রেতারা অপরদিকে সমস্যায় পড়েছে বিক্রেতারা, তবে আগামী দিনে যে ফুলের দাম বেশি থাকবে না এমন টাই জানিয়েছেন এলাকার ফুল চাষীরা।