অবতক খবর,১৮ সেপ্টেম্বরঃ বিশ্বকর্মা পুজোতে কেন্দ্রীয় সরকার বিরোধি থিম আইএনটিটিইউসি-র। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে শ্রমিকদের হাতে বোনাস তুলে দিলো বনগাঁ জেলা আইএনটিটিইউসি সভাপতি।

বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি এর পক্ষ থেকে বনগাঁ সাংগঠনিক জেলার মোট ৩০০০ শ্রমিকদের হাতে পুজোর বোনাস তুলে দেওয়া হলো। প্রতিবছর আইএনটিটিইউসি এর পক্ষ থেকে শ্রমিকদের হাতে দুর্গোৎসব উপলক্ষে পুজোর বোনাস দেয়া হয় পুজোর আগেই। তবে এই বছর পুজোর অনেক আগেই তাদের হাতে পুজোর বোনাস তুলে দেওয়া হলো। এদিন বিশ্বকর্মা পুজোর দিন শ্রমিকদের হাতে বোনাস তুলে দেওয়া হয়, অটো, টোটো, বাস, লরি সহ বিভিন্ন যানবাহনের সাথে যুক্ত শ্রমিকদের বোনাস দেওয়া হয়।

এর পাশাপাশি বনগাঁ সংগঠনিক জেলার পক্ষ থেকে বনগাঁ ডিএন ৪৪ বাসস্ট্যান্ডে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। বিশ্বকর্মা পুজোর থিম এর মধ্য দিও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার আইএনটিটিইউসি সেই ছবিই সামনে এলো। দিল্লিতে পরিবর্তন চাই, মনিপুর ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী কে জানাই ধিক্কার, পেট্রোল ডিজেল এর মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুকে পুজোর থিমের মধ্য দিয়ে তুলে ধরে কেন্দ্রীয় বিরুদ্ধে সোচ্চার হলো বনগাঁ সংগঠনিক জেলা আইএনটিটিইউসি।

পুজোর আগে বোনাস হাতে পেয়ে খুশি শ্রমিক শ্রেণীর মানুষেরা।