অবতক খবর,৬ নভেম্বর: প্রতিবছরের নয় এ বছরও হতে চলেছে কলকাতার সেই বিখ্যাত শ্যামা পুজো। কলকাতা রাজারহাটে ইষ্ট বেরাবেরি অঞ্চলে যে শ্যামাপুজো হয় তাঁর উদ্যোক্তা অমরনাথ প্রসাদ, তিনি ধুমধাম করে এই পুজো করেন। এই কালীপুজো উপলক্ষে উপস্থিত থাকেন বিশিষ্ট ব্যক্তির্গরা। এই শ্যামা পুজোর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ,মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বিধায়ক তাপস চ্যাটার্জী এবং কাউন্সিলর রাইমা বিবি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
এই পুজোর মূল উদ্যোক্তা অমরনাথ প্রসাদ জানান, আগামী ১০ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ছটায় পুজোর শুভ উদ্বোধন হবে। এই উপলক্ষে তিনি সকলকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আসন্ন শ্যামা পূজা এবং দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন সকলকে।