অবতক খবর,২৭ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:গতকাল বৃহস্পতিবার রাতে দিল্লির এমস হসপিটালের প্রয়াত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর ।
তার মৃত্যুর সংবাদ পাওয়াতে সারা ভারতবর শোর্কস্তব্ধ ।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং জন্মগ্রহণ করেছিলেন ১৯৩২ সালে ২৬শে সেপ্টেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাবে। মৃত্যু হয় ২৬ শে ডিসেম্বর ২০২৪ সালে।
তাই আজ মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজের ছাত্র সংসদ ও কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে মাল্যদান, নীরবতা পালন, প্রয়াত প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ ও কলেজের পতাকা অর্ধনিমিত করে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভাবধারা ও চিন্তা ধারাকে কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরার মাধ্যমে ও প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার স্মরণসভা পালন করেন মন্তেশ্বর কলেজ কর্তৃপক্ষ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই, কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, কলেজের কর্মচারী সহ ছাত্র সংসদের সমস্ত নেতৃত্ব সহ কলেজের ছাত্র ছাত্রীরা।