অবতক খবর,৬ মার্চ, গুড়াপ, হুগলী : হুগলী জেলার ধনিয়াখালী ব্লকের গুড়াপ থানার অন্তর্গত দুলফা গ্রাম হতে ভাস্তারা যাবার আন্ডার পাশ এর দাবি বহুদিন ধরেই, ৯ টি গ্রাম এর অন্তত ৩০ হাজার মানুষের। প্রতিদিন ঐ জাতীয় সড়কের(NH2) এর উপর দিয়ে বিপদ জনক ভাবে যাতাওয়াত করতে হয় সাধারণ মানুষদের। গ্রামে বিদ্যালয় আছে ছাত্র ছাত্রীরা এক প্রকার ঝুকি নিয়েই রাস্তা পারাপার করে, এছাড়াও ব্যাঙ্ক, পোষ্ট অফিস, বাজার, হাসপাতাল, কৃষিকাজের লোক জন প্রভিতি এক প্রকার বিপদ মাথায় নিয়েই রাস্তা পারাপার করে যার ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে, এমনকি গত কালকেও একজনের মৃত্যু হয়েছে ঐ স্থানেই রাস্তা পারাপার করার সময়।

দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরে, এস.ডি.ও, গ্রাম পঞ্চায়েত এমনকি থানায় জানিয়েও কোনো সুরাহা হয়নি যার ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের, এলাকাবাসীর অভিযোগ যে জায়গাতে আন্ডার পাশ হওয়ার দরকার সেখানে না হয়ে কয়েক কিমি দূরে আন্ডার পাশ করানো হচ্ছে এলাকার দাপুটে নেতাদের প্রভাবে, এর ফলে আজ এলাকার মানুষ খ্রিপ্ত হয়ে বিকাল ৩ টা থেকে NH2 অবরোধ করে এবং যে ব্যক্তিটি মারা গিয়েছে তার মৃতদেহ নিয়ে প্রতিবাদ মিছিল করে, মৃত ব্যক্তির নাম শেখ আলাউদ্দিন বয়স ৪৫ বছর। দীর্ঘ ১ ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে এসে উপস্থিত হয় গুড়াপ থানার বিশাল পুলিশ বাহিনী, পুলিশ এসে বিক্ষোভ কারী অর্থাৎ গ্রাম বাসীদের সাথে হুগলী জেলার ডি. এম ম্যাডাম এর সাথে কথা বলায় এবং উনি আসস্ত করেন যে ওনার টিম পাঠিয়ে এলাকা পরিদর্শন করে গ্রাম বাসীদের সুবিধার্থে উপযুক্ত জায়গাতে আন্ডার পাশটি নির্মাণ করা হবে, এর ফলে স্থানীয় মানুষরা আসস্ত হয়ে বিক্ষোভ তুলে নেয়, এবং তাদের দাবি না মানলে আবারও তারা বৃহত্তর আকার ধারণ করবে বলে মত প্রকাশ করে।