অবতক খবর,৯ ডিসেম্বর,বিশরপাড়া : শীত পড়তেই অসহায় বৃদ্ধ বৃদ্ধারা একটি শীতবস্ত্র চাদর কিংবা কম্বলের জন্য ঘোরাঘুরি করে। সেই সমস্ত প্রান্তিক পিছিয়ে পড়া অর্থনৈতিক ভাবে দুর্বল অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনের প্রতিষ্ঠা দিবসে প্রীতি শীতবস্ত্র কম্বল উপহার প্রদান করল বিশরপাড়া – উত্তর দমদম সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সেলফ হেল্প অর্গানাইজেশন।সংগঠনের ২৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার বিকেলে ৬নং রেলগেট সংস্থার নিজস্ব কার্যালয়ে কল্যাণ ভবনে অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের প্রীতি শীতবস্ত্র কম্বল উপহার প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন ভাষাতত্ত্ববিদ ডঃ অচিন্ত্য রঞ্জন দাস, শিক্ষিকা তন্দ্রা দাস, বিশরপাড়া নবজীবন বিদ্যামন্দির বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ মুখোপাধ্যায়,ডাঃ তপতী পুরকায়স্থ, অধ্যাপক ড: অংশুমান ভট্টাচার্য, সংস্থার অন্যতম পৃষ্ঠপোষক মানস চন্দ, সংস্থার সভাপতি নির্মল সরকার,সম্পাদক অনুতোষ সেনগুপ্ত প্রমুখ। এদিন সকালে সংগঠনের পতাকা উত্তোলন করেন সংস্থার সভাপতি। ছিলেন অন্যান্য প্রবীণ সদস্যরা।শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী রনজিৎ আচার্য। এদিন পঞ্চাশ জন অসহায় মানুষের হাতে প্রীতি শীতবস্ত্র কম্বল উপহার প্রদান করা হয় ।