অবতক খবর,১১ ডিসেম্বর: বিলকান্দা ১ নং গ্রাম পঞ্চায়েতের বোদাই উত্তর দক্ষিণ পাড়া ভাটপাড়া এলাকায় রাস্তার পোস্টে জোরকদমে চলছে বৈদ্যুতিক বাতিস্তম্ভ লাগানোর কাজ। বোদাই দক্ষিণ পাড়া পথচলতি গ্রামবাসীদের সুরক্ষায় রাস্তায় পোস্টে অলিতে গলিতে আলোর সুবন্দোবস্ত হওয়ার ফলে এলাকাবাসী খুশি ও আনন্দিত। দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হল।

মঙ্গলবার ও দেখা গেল বোদাই দক্ষিণ পাড়া এলাকার পোস্টে তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের সাথে নিয়ে বৈদ্যুতিক আলোর কাজে ব্যস্ত বোদাই ১৮০ ও ১৮১ নং পার্টে তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি সেখ রাজা।