অবতক খবর,১৯ জানুয়ারি: বিরোধীদের কাজ শুধুই বিরোধিতা করা। শুক্রবার বিকেলে দ্বিতীয় বর্ষ ভাটপাড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন, ২৫ ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ উৎসবের মাস। এই উৎসবের মধ্য দিয়ে অনেকের রুটি-রোজগার হয়। পাশাপাশি উদীয়মান শিল্পীরা কলা-কুশলী মঞ্চস্থ করার সুযোগ পায়। ভাটপাড়া উৎসব উপলক্ষে এদিন মাদক বিরোধী পদযাত্রা করা হয়েছিল।

এপ্রসঙ্গে সাংসদ বলেন, যুব সমাজকে সচেতন করতে মাদক বিরোধী পদযাত্রার দরকার আছে। সাংসদ ছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন দমদম-ব্যারাকপুর সংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তথা বরানগরের বিধায়ক তাপস রায়, ভাটপাড়া পুরসভার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, প্রাক্তন উপ-পুরপ্রধান সোমনাথ তালুকদার, পুরসভার সিআইসি তথা উৎসব কমিটির সভাপতি অমিত গুপ্তা, কাউন্সিলর দেব প্রসাদ সরকার ও সীমা মন্ডল, প্রাক্তন কাউন্সিলর সুলক্ষনা ঘোষ, তৃণমূল নেতা সঞ্জয় সিং ও মন্নু সাউ-সহ বিশিষ্ট জনেরা।