অবতক খবর,২৪ জানুয়ারি: নাবালকপথ শিশু বিরিয়ানি খাবে বলে দোকানে গিয়ে এক বিরিয়ানি প্লেট অর্ডার করে। পকেটে টাকা না থাকায় অর্ডার ক্যানসেল করতেই দোকানের কর্মচারী শিশুটিকে উত্তম-মধ্যম দিতেই মঙ্গলবার সন্ধ্যায় ভরা বাজারে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে মানুষজনের ভিড় জমে যায়। শিশুটির বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। বিরিয়ানির দোকানে অর্ডার দিয়েও তৎক্ষণাৎ ক্যান্সেল করতেই দোকানের কর্মীরা শিশুটাকে মারধর করে বলে অভিযোগ।
সাথে সাথে ঘটনা স্থলে ভিড় জমে যায়। ঘটনার স্থলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ এসে কোতোয়ালি পুলিশের খবর দিলে অভিযুক্ত বিরিয়ানির দোকানের ২ কর্মীকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে চাইল্ড ডেভেলপমেন্ট ফোরামের সদস্যারা। আহত নাবালক শিশুটিকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
শিশুটির বাড়ির খোঁজখবর করে পুলিশের সহযোগিতায় পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে খবর। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।