অবতক খবর ,১১ মার্চ: নদীয়া হরিণঘাটা থানার অন্তর্গত মোহনপুর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে,
এবার ১২ নম্বর জাতীয় সড়কেরওপর বিরহী ডাকঘরে, অত্যাধুনিক পদ্ধতিতে ব্যবহৃত ইলেকট্রিক সিগন্যালের পোস্ট বসানো হলো, যার ফলে এবার থেকে পর্যাপ্ত পরিমাণে গাড়ি চালকরা সঠিকভাবে নিয়ম মেনে গাড়ি চালাবেন,
পাশাপাশি এলাকার সাধারণ মানুষের অনেক দিনের দাবি পূরণ হলো বলে জানানো হচ্ছে মোহনপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে,
যার ফলে ১২ নম্বর জাতীয় সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা,
পাশাপাশি ব্যস্ততম রাস্তার মধ্যে বিরহী বাজার এবং ডাকঘর এলাকায় মাঝেমধ্যেই পথ দুর্ঘটনা বেড়ে চলেছিল ক্রমাগত বেপরোয়া ভাবে গাড়ি রেষারেষি জেরে,
আজ থেকে অত্যাধুনিক পদ্ধতিতে এই ইলেকট্রিক সিগনাল পোস্ট উদ্বোধন করা হলো যার ফলে প্রত্যেককেই
সিগন্যাল ব্যবস্থা মেনেই
গাড়ি চালকরা সুষ্ঠু সবল ভাবে গাড়ি নিয়ন্ত্রণে চালাবেন,
এমনটাই মোহনপুর ট্রাফিক সূত্রে খবর
এবং যার ফলে ১২ নম্বর জাতীয় সড়কে অনেকটাই পথ দুর্ঘটনা কমবে বলে জানাচ্ছেন তারা মোহনপুর পুলিশ ট্রাফিক আধিকারিকেরা।
আজ এই শুভ উদ্বোধনের উপস্থিত ছিলেন,
হরিণঘাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক, বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়, মোহনপুর পুলিশ ফাঁড়ির আধিকারিক,
মিসবাউল ইসলাম,
মোহনপুর পুলিশ ট্রাফিক গার্ডের আধিকারিক,
কিরণ ভাওয়েল।
এছাড়াও ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক।