অবতক খবর,৪ জানুয়ারি: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের কাছে থাকা রূপনারায়ণ নদের তীরে ভেসজ জাতীয় কিছু গাছ ও পাতা সংগ্রহ করতে তেইসিন কবিরাজ নামে ওই যুবক। সেই সময় তার কাছে থাকা ব্যাগের উপর আচমকাই এসে পড়ে ওই ক্যামোলিয়নটি। তেইসিন কবিরাজ সেই ক্যামোলিয়নটি নিজের বাড়িতে নিয়ে আসে ও পূর্ব মেদিনীপুর জেলার বনদপ্তরকে খবর দেয়।

বনদপ্তরের সূত্রের খবর এই ধরনের ক্যামোলিয়নের সংখ্যা দিনে দিনে কমছে। তাই ধরনের প্রানীর সংরক্ষণ খুবই প্রয়োজন।