অবতক খবর,১৮ডিসেম্বর:বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা হয়ে মৃত্যু হল চারজনের। এদের মধ্যে বাবা মা সহ আরো দুই বাচ্চা ছিল। গতকাল রাতে কালজানি কুড়ার পাড় এলাকায় চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়, পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সকালে ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। জানা যায় মৃত দুজন স্বামী স্ত্রী শিক্ষকতা করতেন।