অবতক খবর,২১ এপ্রিল: যৌথ প্রেস কনফারেন্স
প্রেস ক্লাব

*বিমান বসু*

নির্বাচনী বোঝা পড়া আর সিট এডজাস্টমেন হয়েছে। এক সঙ্গে প্রচার হচ্ছে , হবে।
সর্ব ভারতীয় ক্ষেত্রে বাম,কংগ্রেস এর আসন সমঝোতা ক্ষেত্রে রাজনীতি গত কারণে এক নাও হতে পারে।
আমি প্রত্যাশা করবো কংগ্রেস ও বামেদের ভোট দেবে। আজ আমরা একসাথে বসেছি। আগে হয়নি। ফলে অতীতে যা হয়েছে টা এবারও হবে ভাববার কিছু নেই।

বিজেপিকে হাতে ধরে নিয়ে এসেছে টিএমসি ।
টিএমসি। আর বিজেপি বোঝাপড়া করেছে।
বাংলার বিরোধীদের বিসর্জন এর সমালোচনা।
চুরি করে ফাঁক করে দিচ্ছে।
আমরা টার্গেট করে ভোট লড়তে নামেনি।
এইবার ত্রিমুখী লড়াই হচ্ছে।

*অধীর রঞ্জন চৌধুরী*
বামেরা সময়কে গুরুত্ব দেন।। শৃঙ্খলা পরায়ন। তাদের সাথে চলা কঠিন।
ভালো ফল করবে জোট।
তৃণমূলের পুলিশ আর সন্ত্রাস অব্যাহত।
কংগ্রেস আর বাম কে ভয় আর প্রলোভন চলছে।
একটা বুথ লুট হতে দেবো না।
পঞ্চায়েত আর পুরসভার সন্ত্রাস ফেরাতে দেবো না। মানুষ ভোট দিতে পারেনি।
কেন্দ্রীয় ইলেকশন কমিশন এর ওপর ভরসা। লোকসভা ভোট দিক।
এই বাংলা সন্ত্রাস আর দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে বাম আর কংগ্রেস একসাথে করবে।
ফলপ্রসূ হবে আসন সমঝোতার ফল।
*নেত্রীকে প্রশ্ন, ইন্ডিয়া জোটের নামকরণ করেও কেনো হঠাৎ পাল্টিওয়াজি করলেন কেনো*
*পালটি কুমারী হলেন কেনো* ??
কি এমন ঘটলো কেনো পালালেন ??
নীতিশ পালিয়েছে জানি কেনো ?
অবাক হবেn না , তাসেরর ঘরের মতো ভেঙে যাবে। টি এম সি আর বিজেপি সরকার করলে অবাক হবেন না।
Diamond harbour এ সেটিং করেছে ভাইপোকে জেতানোর জন্য।
দিদি তার খোকা বাবুকে তিহারে পাঠাতে রাজি না।
রাজভবন সেটিং হয়েছে সিএম আর পিএম
*ইন্ডিয়া জোট*
বরাবরই আমার রাজনৈতিক বিরোধী মমতা। উনি কেনো ইন্ডিয়া জোটের শরীক হওয়ার সময় বললেন না অধিক থাকলে তিনি থাকবেন না। এখন এখানে জোট না করে আমাকে দায়ী করছেন।
কেন্দ্রীয় এজেন্সির ভয় বিজেপি r সাথে সেটিং মমতার। ভাইপোকে বাঁচাতে সেটিং করেছেন মমতা।

কংগ্রেস এর ইশতেহারে মহিলা, শিক্ষিত যুবকদের, কৃষক দের জন্য ঐতিহাসিক প্রকল্প।
তৃণমূলকে ভোট না দেওয়াr কারণে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নিলে আমার গুরান্টি দিচ্ছি ফিরিয়ে দেওয়ার।

*বিক্ষোভ এর মুখে*

ওরা পারবে না বহরমপুরে। যতই বিক্ষোভ দেখাক। কংগ্রেসের গড় আরো শক্ত হচ্ছে ।

*সাইকেল বাংলাদেশ*

তাহলে দিদি কি জন্য আছেন। দিদি আমামদের ভালো ভালো চোর দিয়েছে। চাল, সাইকেল, ড্রাগ, মহিলা পাচার হবে কি করে দিদি না থাকলে।

*বিজয় মিছিল*
মাইন্ড গেম এর খেলা হচ্ছে।
৪০০ পার হলে মোদী কে দৌড়াতে হচ্ছে কেনো।
বিজয় মিছিল করাচ্ছে মানুষকে বোঝাতে চাইছে ওরা জিতছে। মাইন্ড গেম ।
সাইকোলজিক্যাল গেম।
একটা বুথ দখল করে দেখাতে পারে মুর্শিদাবাদে রাজনীতি করা ছেড়ে দেবো।
দিদি তুমি বা খোকা বাবুকে দার করাক আমার বিরুদ্ধে।
দিদি বলে দিক বহরমপুরে হরলে তার ব্যক্তিগত হার। রাজনীতি ছেড়ে দেবো।

আমি সেলিম এর উপর নয় মানুষের ভরসায় লড়াই করি।