অবতক খবর,৪ সেপ্টেম্বরঃ গোটা রাজ্যের বিস্তীর্ণ এলাকার পাশাপাশি ভাটপাড়া এলাকা জুড়ে লাগাতার বিদ্যুৎ বিভ্রাট এর প্রতিবাদে ভাটপাড়া বিদ্যুৎ পর্ষদের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করলো সিপিআইএম এর ভাটপাড়া জগদ্দল এরিয়া কমিটির সদস্যরা।এরপর এই অফিসের ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দেন তারা।মূলত লাগাতার লোডশেডিং বন্ধ করতে হবে, বিদ্যুতের মূল্য কমাতে হবে সহ মোট সাতদফা দাবিতে তাদের এই ডেপুটেশন। এই পরিস্থিতির উন্নতি না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে CPIM এর তরফ থেকে।