অবতক খবর :: উত্তর দিনাজপুর :: ধারাবাহিকভাবে বিভিন্ন সরকারি দপ্তর স্যানিটাইজড করার কাজ করছে দমকল কর্মীরা। লক ডাউন চলাকালীন বিভিন্ন দপ্তরে বা এলাকায় পৌছে সেখানকার পরিবেশকে জীবাণুমুক্ত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করছেন তারা ।

মঙ্গলবার ইসলামপুর দমকল কর্মীরা ভূমি ও ভূমি অধিগ্রহণ দপ্তর, পি এইচ ই এবং কোর্ট কম্পাউন্ডকে জীবাণুমুক্ত করার জন্য তারা তাদের মেশিনের সাহায্যে স্প্রে করেন ।

দমকল কেন্দ্রের তরফে অরবিন্দ কুমার সরকার জানান, যখন যেভাবে যে সমস্ত দপ্তরে জীবাণুমুক্ত করা প্রয়োজন হচ্ছে তারা সেখানে পৌঁছে যাচ্ছেন অনুমতি সাপেক্ষে। মঙ্গলবারও জীবানুমুক্ত করার কাজ চলে তাদের। ফিনাইল,ব্লিচিং পাউডার সহ বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত জীবাণুনাশক দিয়ে তা স্প্রে করা হচ্ছে ।যদিও বেশ কিছু কেমিক্যাল এখনো সাপ্লাই নেই। তবুও যা পাওয়া গেছে তা দিয়েই এই কাজ চলছে।









