অবতক খবর,২৪ অক্টোবর: আজ বিজয় দশমী।উমার ঘরে ফেরার দিন।মন খারাপের মাঝেই আজ আকাশে বাতাসে বিষাদের সুর। আবার একটা বছরের অপেক্ষা। কিন্তু মা কে যে বিদায় দিতেই হবে।ভাটপাড়া পুরসভার অন্তর্গত যে কটি গঙ্গার ঘাটে প্রতিমা বিসর্জন চলছে তার মধ্যে অন্যতম শ্যামনগর নানাবাবা ঘাট ও আতপুর ফেরিঘাট। দুটি ঘাট মিলিয়ে প্রায় ১৫০টির বেশি ঠাকুর নিরঞ্জন করা হয়। সামনে এখন নানা বাবা ঘাটে প্রতিমা নিরঞ্জনের সময় ঘাট পরিদর্শনে যান জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম।তিনি নিজে দাঁড়িয়ে থেকে সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জনের কাজ খতিয়ে দেখেন। বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, ভাটপাড়া পুরসভার তরফ থেকে সমস্ত গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জনের জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে নিরঞ্জনের কাজ করার জন্য ঘাট চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।