অনুপ কুমার মন্ডল :: অবতক খবর :: নদীয়া ::    বিবেকানন্দ বিজ্ঞান মিশন কল্যাণীর উদ্যোগে জে এন এম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এর সভাকক্ষে কোভিদ 19 এর পরিপ্রেক্ষিতে বর্তমান পরিস্থিতিতে করোনা মোকাবিলায় যুক্ত ডাক্তার গবেষক স্বাস্থ্যকর্মী গনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

উপস্থিত ছিলেন নদীয়া ডিস্ট্রিক্ট টিউবারকুলোসিস অফিসার ডাক্তার শুভাশিস চন্দ,জে এন এম মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার মুখোপাধ্যায়, কল্যাণী এমস এর ডেপুটি ডিরেক্টর কর্নেল শ্রীকৃষ্ণ নান সহ কল্যাণীর সমস্ত ডিপার্টমেন্টের প্রধান গণ।

পরবর্তীতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শংকর ঘোষ এবং কল্যাণী থানার আইসি কে আলাদাভাবে সম্মান জ্ঞাপন করা হয়!