অবতক খবর,১২ জানুয়ারি: আজ বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন তিন হাজার ছাত্র-ছাত্রীকে বিবেকানন্দ সাজিয়ে শোভাযাত্রা করলো।দেশের যে পরিস্থিতি চলছে তাতে বিবেকানন্দের প্রাসংগিতা অতি বাস্তব মনে করেন মিশনের মহারাজ নিত্যরুপা নন্দ।
তিনি বলেন,মানুষের মধ্যে বিবেকানন্দের আদর্শের জাগ্রত করতেই তিন হাজার ছাত্র-ছাত্রীকে বিবেকানন্দ সাজিয়ে পদযাত্রার আয়োজন। ভারতবর্ষে যে পরিস্থিতি চলছে সর্বক্ষেত্রে বিষেক করে শিক্ষা,স্বাস্থ্য,বিভিন্ন পেশায় তাতে বিবেকানন্দের মতাদর্দশের বিশেষ প্রয়োজন।তবে রাজনৈতিক হোক আর যে ক্ষেত্রেই হোক বিবেকানন্দের আদর্শ কে মেনে চললেই হবে,বলে মনে করেন স্বামী নিত্য রুপানন্দজী।