অবতক খবর,১০ ফেব্রুয়ারী: বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করলো নদীয়ার হরিণঘাটা থানার মোহনপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত, পুলিশ, গতকাল ১২ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পরলে গাড়ির চালক ও খালাসী গাড়ি ফেলে পালায়, রাতে গোপন সূত্রে খবর পায় ওই গাড়িতেই গাঁজা পাচার হচ্ছিল সেই মোতাবেক হরিণঘাটা থানার পুলিশ এসে গাড়ির ভিতর থেকে গাঁজা উদ্ধার করে। উদ্ধার হওয়া গাজার পরিমাণ ১২২ কেজি।
গতকাল রাতে গাড়িটি কোচবিহার থেকে কলকাতা অভিমুখে যাচ্ছিল সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি অপর একটি গাড়িতে ধাক্কা মারলে দুর্ঘটনার কবলে পড়ে এরপর গাড়িটিকে উদ্ধার করে হরিণঘাটা থানার পুলিশ আজ সেখান থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ গাঁজা যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।